প্রকাশিত মার্চ ১৭, ২০২৩
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেম ও ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ আনিসুর রহমান এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় বেসিক ব্যাংকের পরিচালক ড. মোঃ আবদুল খালেক খান (বীর মুক্তিযোদ্ধা), উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম ও আবু মোঃ মোফাজ্জেল, মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন, এ.এস.এম রওশানুল হক, মোঃ ইসমাইল, মোঃ মমিনুল হকসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং অন্যান্য সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া গোপালগন্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে বেসিক ব্যাংকের পক্ষ থেকে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। ব্যাংকের টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপকের নেতৃত্বে সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।