প্রকাশিত অগাস্ট ২৯, ২০২৪
রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ আনিসুর রহমান এর সাথে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এর ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে। একইসাথে উপব্যবস্থাপনা পরিচালকের সাথে প্রধান কার্যালয়ের এবং সার্কেল মহাব্যবস্থাপকদের (জিএম) ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪ ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এর সাথে উপব্যস্থাপনা পরিচালক আবু মোঃ মোফাজ্জেল এই চুক্তিতে স্বাক্ষর করেন। এরপর উপব্যবস্থাপনা পরিচালকের সাথে মহাব্যবস্থপক মোঃ ইছমাঈল, মোঃ মমিনুল হক, মোঃ নাসির উদ্দীন, সুমিত রঞ্জন নাথ, মোঃ শফিউল আলম, মোঃ হাসান ইমাম এবং দুলন কান্তি চক্রবর্তী এই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ২০২৪-২০২৫ অর্থবছরের কর্মসম্পাদন লক্ষ্যমাত্রা পরিপালনে উপস্থিত সকলকে নির্দেশনা প্রদান করা হয়।