প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৫
শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিঃ এর পরিচালনা পর্ষদের নতুন সদস্য হিসেবে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এস,এম, ইকবাল হোছাইন মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৬৯৪-তম সভায় যোগদান করেন।
সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী পর্ষদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ কামরুজ্জামান খান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় অন্যান্যের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ও ব্যাংকের পরিচালক মুন্সি আব্দুল আহাদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও ব্যাংকের পরিচালক শেখ ফরিদ, মোঃ মতিউর রহমান, এফসিএ, এফসিএমএ, সাবেক অতিরিক্ত সচিব মোঃ আব্দুল আহাদ, সরকারের অবসরপ্রাপ্ত গ্রেড-১ কর্মকর্তা ড. আবু সালেহ মোস্তফা কামাল, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের পর্যবেক্ষক মোঃ সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবু মোঃ মোফাজ্জেল ও সুভাষ চন্দ্র দাস, মহাব্যবস্থাপক মোঃ ইসমাইল, মোঃ মমিনুল হক, মোঃ নাসির উদ্দীন, সুমিত রঞ্জন নাথ, কোম্পানি সচিব মোঃ হাসান ইমাম, দুলন কান্তি চক্রবর্তী, মোঃ গোলাম সাঈদ খান, সিএফও সাইদুর রহমান সোহেল, নূরুর রহমান চৌধুরী (মহাব্যবস্থাপক-চলতি দায়িত্ব) উপস্থিত ছিলেন।
সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে উল্লেখিত জনাব ইকবাল হোছাইন-কে পরিচালক হিসেবে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদে ০৩ (তিন) বছর মেয়াদে নিয়োগ প্রদান করা হয়।