সম্পূর্ণ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড উন্নয়ন এবং বাণিজ্যিক ব্যাংকের এক অনন্য সংমিশ্রণ। সংঘ স্মারক অনুযায়ী বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ঋণযোগ্য তহবিলের অন্তত ৫০ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে অর্থায়ন করে বেসিক ব্যাংক স্থাপন করেছে অনন্য দৃষ্টান্ত। বেসিক ব্যাংক সরকারী বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সরাসরি অংশগ্রহণ করে আসছে। পাশাপাশি কৃষি ঋণ, মাইক্রো-ক্রেডিট, কৃষি ভিত্তিক শিল্প ঋণ, নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ, ভোক্তা ঋণ, এবং অন্যান্য ঋণ প্রদানের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একই সাথে ব্যাংকটি বৈদেশিক বাণিজ্য তথা আমদানি-রপ্তানি এবং রেমিট্যান্স সেবা প্রদান করে আসছে। ব্যাংকটির সকল শাখাই অন-লাইন ব্যাংকিং সেবার আওতাভুক্ত। এছাড়াও ব্যাংকটি এ.টি.এম, ডেবিট কার্ড এবং ভিসা কার্ড প্রদান করে।
ব্যাংকিং সেবার নতুন নতুন দ্বার উন্মোচন করা, দেশের ভেতরে ও বাইরে কাজের পরিধি বৃদ্ধি করা এবং স্বচ্ছতা, জবাবদিহিতাসহ উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে বেসিক ব্যাংক সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
চেয়ারম্যান
অধ্যাপক ড. আবুল হাশেম
কর্মচারীর সংখ্যা
দুই হাজার +
টেলিফোন
(+৮৮০২) ৯৫৬৮১৯০, ৯৫৯০৫৪৮, ৯৫৯১০০২