বেসিক দশ লাখোপতি আমানত প্রকল্প

সাধারণ বৈশিষ্ট্য:

  • মাসিক কিস্তি ভিত্তিক জমাকৃত অর্থ নির্দিষ্ট মেয়াদ শেষে ন্যূনতম ১০ (দশ) লাখ টাকা হবে।
  • যে কোনও প্রাপ্তবয়স্ক বাংলাদেশী সুস্থ মস্তিস্কের ব্যক্তি একক বা যৌথ নামে এই স্কিমের অধীনে এক বা একাধিক হিসাব খোলা যাবে।
  • এছাড়াও, প্রতিষ্ঠান, সমিতি ইত্যাদি নামেও এ হিসাব খোলা যাবে।
  • আইনগত অভিভাবক কর্তৃক পরিচালনায় নাবালকের নামেও এই হিসাব খোলা যাবে।
  • এই স্কিমের আওতায় হিসাব খোলার ক্ষেত্রে হিসাবধারীর অত্র ব্যাংকে SB/CD অথবা তদ্রূপ আমানত হিসাব থাকতে হবে।
  • ব্যাংকের একই শাখায় একই নামে এক বা একাধিক হিসাব খোলা যাবে।
  • মেয়াদকাল: ৫ বছর/ ১০ বছর/ ১৫ বছর/ ২০ বছর
  • মাসিক কিস্তির পরিমাণ: ক্রমিক নং ২ এর সারণী মোতাবেক মাসিক কিস্তি প্রযোজ্য হবে
  • মাসের যেকোন কর্মদিবসে এই স্কিমের আওতায় হিসাব খোলা যাবে এবং হিসাব খোলার তারিখে প্রথম কিস্তির অর্থ জমা করতে হবে; হিসাবটি নিয়মিত রাখতে পরবর্তী কিস্তিসমূহ মাসের যেকোন কর্মদিবসে নগদে জমা করা যাবে।
  • শাখার পরিচালিত গ্রাহকের সঞ্চয়ী/চলতি হিসাব থেকে গ্রাহকের স্থায়ী নির্দেশনামা (Standing Instruction) অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে কিস্তির অর্থ কর্তন করা হবে। গ্রাহকের নিজ দায়িত্বে তার সঞ্চয়ী/চলতি হিসাবে কিস্তি কর্তনযোগ্য পরিমাণের অর্থ জমা রাখতে হবে।
  • যে কোনও অগ্রিম কিস্তি প্রদান নিয়মিত কিস্তি হিসেবে বিবেচিত হবেএক বা একাধিক অগ্রিম কিস্তি প্রদান করা যাবে অগ্রিম কিস্তি প্রদানের জন্য কোন অতিরিক্ত সুদ প্রদেয় হবে না।
  • মাসিক কিস্তি আংশিক বা ভগ্নাংশে প্রদান করা যাবে না
  • ২ (দুই) -এর অধিক কিস্তি মেয়াদোত্তীর্ণ থাকলে হিসাবটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে তথা ব্লকড হিসাবে রূপান্তরিত হবে, হিসাবটি ব্লকড হওয়ার পরবর্তী সময়ের জন্য সুদ প্রদেয় হবে না।  এক্ষেত্রে, ক্রমিক: ৩ এ বর্ণিত মেয়াদপূর্তির পূর্বে/দু'য়ের অধিক কিস্তি অপ্রদত্ত অবস্থায় নগদায়ন প্রক্রিয়ায় হিসাবটি নিষ্পত্তি হবে।
  • গ্রাহক কোন মাসের কিস্তি জমাদানে ব্যর্থ হলে বকেয়া কিস্তির অর্থের উপর মাসিক ১% সুদসহ জমাদানের মাধ্যমে হিসাবটি চালু রাখা যাবে।
  • সর্বোচ্চ ২ (দুই) টি কিস্তি অপ্রদত্ত (Unpaid) অবস্থায় কোন হিসাবের মেয়াদপূর্ণ হলে এ হিসাবের ক্ষেত্রে অপ্রদত্ত কিস্তির উপর মাসিক ১% সরল সুদ হারে অনুপার্জিত সুদ এবং বকেয়া কিস্তির সমপরিমাণ অর্থ গ্রাহক থেকে আদায় করে হিসাবটি নিয়মিতকরণপূর্বক চুক্তি অনুযায়ী অর্থ প্রদেয় হবে।
  • এই স্কিমের আওতায় হিসাব পরিচালনায় ব্যাংকের নিজস্ব কোন চার্জ/ফি নেই এবং স্কিমটি পুনঃনবায়নযোগ্য নয়
  • এই স্কিমে এসএমএস সুবিধা প্রদান করা হবে।

সুদ হার:

  • বার্ষিক ৬.৫০% চক্রবৃদ্ধি সুদ হার যা সময় সময় পরিবর্তনযোগ্য
  • নিম্নোক্ত সারণী মোতাবেক মাসিক কিস্তি ভিত্তিক জমা প্রযোজ্য হবে যা সময় সময় পরিবর্তনযোগ্য:

৬.৫০% সুদে মাসিক কিস্তির পরিমাণ

মেয়াদান্তে এককালীন

প্রাক্কলিত প্রাপ্য/প্রদেয়*

মেয়াদ

১৪,৫০০ টাকা

১০,২৫,৫৭৪ টাকা

৫ বছর

৬,২০০ টাকা

১০,৩৯,৩৩৪ টাকা

১০ বছর

৩,৫০০ টাকা

১০,৫১,৪১০ টাকা

১৫ বছর

২,২০০ টাকা

১০,৬১,০৭৬ টাকা

  ২০ বছর

*মেয়াদপূর্তীতে প্রাপ্য অর্থ হতে প্রযোজ্য সরকারী আবগারী শুল্ক ও কর কর্তনযোগ্য

 মেয়াদপূর্তীর পূর্বে/ দু’য়ের অধিক কিস্তি অপ্রদত্ত অবস্থায় নগদায়ন প্রক্রিয়া:

  • হিসাব খোলার ১২ (বার) মাস তথা ১ (এক) বছরের মধ্যে হিসাবটি নগদায়ন হলে এক্ষেত্রে কোনও সুদ প্রযোজ্য হবে না। এক্ষেত্রে শুধু গ্রাহক কর্তৃক জমাকৃত অর্থ হতে সরকারী শুল্ক কর্তনপূর্বক অবশিষ্ট অর্থ প্রদান করা হবে
  • হিসাবের মেয়াদকাল ১ বছর থেকে প্রতি পরিপূর্ণ বছরের জন্য বার্ষিক ৪% হারে সরল সুদ প্রযোজ্য হবে; ভগ্নাংশ বছরের জন্য কোন সুদ প্রদেয় হবে না। 
  • মেয়াদপূর্তীর পূর্বে নগদায়নের ক্ষেত্রে অতিরিক্ত প্রদত্ত সুদ, সরকারী কর ও শুল্ক ইত্যাদি প্রয়োজন মোতাবেক সমন্বয় করা হবে

ঋণ সুবিধা:

  • স্কিমটির বিপরীতে অনুমোদিত সর্বোচ্চ SOD ঋণসীমা হবে গ্রাহক কর্তৃক জমাকৃত মোট আমানত স্থিতির ৯০% (সুদ ব্যতিত); স্কিমটি পূর্বস্বত্ব তথা লিয়েন রেখে শাখা নিজ ক্ষমতাবলে এই SOD ঋণ প্রদান করতে পারবে তবে, নাবালকের হিসাবের ক্ষেত্রে এই ঋণ সুবিধা প্রযোজ্য হবে না।
  • ঋণের সুদ হার আমানত স্কিমে প্রযোজ্য সুদ হার অপেক্ষা ২% বেশি প্রযোজ্য হবে।
  • ঋণ চুক্তির ১ বছরের মধ্যে বিতরণকৃত ঋণ পরিশোধ করতে হবে
  • ঋণ সমন্বয়ে ব্যাংক প্রয়োজনে Right of Set-off ক্ষমতা প্রয়োগ করতে পারবে