বেসিক মাসিক সঞ্চয় প্রকল্প

এটি একটি মাসিক কিস্তি ভিত্তিক আমানত স্কিম যার মেয়াদ 1 থেকে 5 বছর। পরিপক্কতা শেষে, গ্রাহক প্রযোজ্য সুদ সহ মোট জমা করা অর্থ পাবেন। স্কিমটি নিয়মিত রাখতে প্রতি মাসের শেষ দিনের মধ্যে মাসিক কিস্তি পরিশোধ করতে হবে।সাধারণ বৈশিষ্ট্য

সাধারণ বৈশিষ্ট্য:

  • মাসিক কিস্তি ভিত্তিক মেয়াদী আমানত স্কিম।
  • যেকোন প্রাপ্তবয়স্ক বাংলাদেশী ব্যক্তি একক অথবা যৌথ নামে এই স্কিমের অধীনে হিসাব খুলতে পারবে। অভিভাবক কর্তৃক পরিচালনায় একজন নাবালকের নামেও এই হিসাব খোলা যেতে পারে।
  • মেয়াদকাল: ১ বছর, ২ বছর, ৩ বছর, ৪ বছর এবং ৫ বছর
  • মাসিক কিস্তির পরিমাণ: সর্বনিম্ন ৫০০/-(পাঁচশত) টাকা অথবা এর গুণিতক হতে সর্বোচ্চ ২০,০০০/- (বিশ হাজার) টাকা।
  • হিসাব খোলার সময় নির্ধারিত মাসিক কিস্তির টাকা পরবর্তীতে কোন অবস্থাতেই পরিবর্তন করা যাবে না।
  • এ স্কিমের অধীনে হিসাব খোলার ক্ষেত্রে হিসাবধারীর ব্যাংকে SB / CD অথবা তদ্রূপ আমানত হিসাব থাকতে হবে।
  • ব্যাংকের একই শাখায় একই নামে এক বা একাধিক হিসাব খোলা যাবে।
  • ১ম কিস্তির টাকা জমা দিয়ে মাসের যেকোন কর্মদিবসে স্কিমটি খোলা যাবে; হিসাবটি নিয়মিত রাখতে পরবর্তী কিস্তিসমূহ পুঞ্জিকা মাস ভিত্তিক ( Calender Month Basis) পরিশোধ করতে হবে।
  • নগদ প্রদান, স্থায়ী নির্দেশ (Standing Instruction) অথবা এই ব্যাংকে গ্রহণযোগ্য যেকোন মাধ্যমে গ্রাহক তার মাসিক কিস্তির টাকা জমা দিতে পারবে।
  • যেকোন অগ্রিম কিস্তি প্রদান নিয়মিত কিস্তি হিসাবে বিবেচিত হবে। এক বা একাধিক অগ্রিম কিস্তি প্রদান করা যাবে। অগ্রিম কিস্তি প্রদানের জন্য কোন অতিরিক্ত সুদ আয় প্রযোজ্য হবে না।
  • আংশিক বা ভগ্নাংশ মাসিক কিস্তি প্রদান করা যাবে না।
  • পূর্ববর্তী কিস্তি পরিশোধ ব্যতীত পরবর্তী মাসের কিস্তি প্রদান করা যাবে না।
  • নির্ধারিত সময়ে কিস্তি প্রদান না করা হলে কিস্তিটি মেয়াদোত্তীর্ণ হিসাবে গণ্য হবে। মেয়াদোত্তীর্ণ কিস্তি পরিশোধে মাসিক ২.০০% হারে দন্ডসুদ প্রযোজ্য হবে। এক্ষেত্রে, সর্বোচ্চ ২ (দুই) টি মেয়াদোত্তীর্ণ কিস্তি দন্ডসুদ সহ প্রদান করা যাবে।
  • ২ (দুই) - এর অধিক মাসিক কিস্তি মেয়াদোত্তীর্ণ থাকলে হিসাবটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে তথা ব্লক্ড হিসাবে রূপান্তরিত হবে।  এক্ষেত্রে, ক্রমিক: ৪ এ বর্ণিত মেয়াদপূর্তির পূর্বে নগদীকরণ প্রক্রিয়ায় হিসাবটি নিষ্পত্তি হবে।
  • সর্বোচ্চ ২ (দুই) টি কিস্তি অপ্রদত্ত (Unpaid) অবস্থায় মেয়াদপূর্ণকৃত হিসাবের মোটসুদ আয় হতে অপ্রদত্ত কিস্তির উপর মাসিক ২.০০% হারে অনুপার্জিত সুদ আয় কেটে রেখে হিসাবটির নিষ্পত্তি করা হবে; তবে শর্ত থাকে যে, এক্ষেত্রে হিসাবটির মেয়াদকাল সর্বনিম্ন ১২ (বার) মাস এবং কিস্তি সর্বনিম্ন ১২ (বার) টি প্রদত্ত হতে হবে।এক্ষেত্রে গ্রাহকের প্রকৃত মোট জমাকৃত কিস্তিই মেয়াদান্তে গ্রাহকের মোট জমাকৃত অর্থ তথা মূল টাকা হিসাবে বিবেচিত হবে।
  • ২ (দুই) - এর অধিক মাসিক কিস্তি মেয়াদোত্তীর্ণ আছে এরূপ মেয়াদপূর্ণকৃত হিসাব ক্রমিক: ৪ এ বর্ণিত মেয়াদপূর্তির পূর্বে নগদীকরণ প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে।
  • হিসাবের মেয়াদপূর্তির পর কোন কিস্তি প্রদান করা যাবে না।
  • হিসাবের সর্বশেষ কিস্তি নিয়মিত কিস্তি হিসাবে জমা প্রদানের সুযোগের দিন থেকে ১ (এক) মাস পর এই হিসাবের মেয়াদপূর্তি (Matured) হবে।
  • হিসাবটি পরিচালনায় ব্যাংকের নিজস্ব কোন চার্জ / ফি নেই, কেবলমাত্র সরকারী চার্জসমূহ (শুল্ক ও কর) প্রযোজ্য হারে কর্তন করা হবে।

২.   সুদ হার:

  • নিম্নোক্ত সারণী মোতাবেক স্কিমটির মেয়াদানুসারে সুদ হার প্রযোজ্য হবে যা সময় সময় পরিবর্তনযোগ্য।
  • বার্ষিক চক্রবৃদ্ধি হারে এই স্কিম হিসাবের সুদ গণনা করা হবে।
  • ব্যাংক প্রয়োজনে মেয়াদপূর্তীর পূর্বেও এই স্কিমের অধীনে চলমান হিসাবের সুদ হার যে কোন সময় পরিবর্তন করতে পারবে।

 

মেয়াদ

সুদ হার

মাসিক কিস্তির বিপরীতে মেয়াদপূর্তীতে প্রাপ্য অর্থ*

৫০০

১,০০০<

১,৫০০

২,০০০

২,৫০০

৫,০০০

১০,০০০

২০,০০০

১ বছর

৬.৫০%

৬,২১২

১২,৪২৪

১৮,৬৩৬

২৪,৮৪৮

৩১,০৬০

৬২,১২০

১২৪,২৪০

২৪৮,৪৮০

২ বছর

৬.৭৫%

১২,৮৫৯

২৫,৭১৮

৩৮,৫৭৭

৫১,৪৩৬

৬৪,২৯৫

১২৮,৫৯০

২৫৭,১৮০

৫১৪,৩৬০

৩ বছর

৭.০০%

২০,০২১

৪০,০৪২

৬০,০৬৩

৮০,০৮৪

১০০,১০৫

২০০,২১০

৪০০,৪২০

৮০০,৮৪০

৪ বছর

৭.২৫%

২৭,৭৮৯

৫৫,৫৭৮

৮৩,৩৬৭

১১১,১৫৬

১৩৮,৯৪৫

২৭৭,৮৯০

৫৫৫,৭৮০

১,১১১,৫৬০

৫ বছর

৭.৫০%

৩৬,২৬৭

৭২,৫৩৪

১০৮,৮০১

১৪৫,০৬৮

১৮১,৩৩৫

৩৬২,৬৭০

৭২৫,৩৪০

১,৪৫০,৬৮০

*মেয়াদপূর্তীতে প্রাপ্য অর্থ হিসাবায়নে সরকারী আবগারী শুল্ক ও কর ধরা হয়নি ।

মেয়াদ অনুযায়ী সুদের হার:

মেয়াদ মুদ্রা স্ল্যাব ওয়াইজ রেট কার্যকর তারিখ
১ বছর টাকা ৬.৫০% ডিসেম্বর ১৭, ২০২১
২ বছর টাকা ৬.৭৫% ডিসেম্বর ১৭, ২০২১
৩ বছর টাকা ৭.০০% ডিসেম্বর ১৭, ২০২১
৪ বছর টাকা ৭.২৫% ডিসেম্বর ১৭, ২০২১
৫ বছর টাকা ৭.৫০% ডিসেম্বর ১৭, ২০২১