বেসিক আমন্ত্রণ
ক্যাটারিং সার্ভিস নির্ভর ঋণ সহায়তা প্রকল্প
ক্যাটারিং সার্ভিস এ নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনার স্বপ্ন পূরণে আর্থিক প্রয়োজনে সবসময়ই পাশে আছে বেসিক ব্যাংক। খুব সহজেই ঋণ সেবা পৌঁছে দিতে বেসিক ব্যাংক নিয়ে এলো ক্যাটারিং সার্ভিস নির্ভর ঋণ সহায়তা প্রকল্প "বেসিক আমন্ত্রণ"।
ঋণের উদ্দেশ্য:
- বিভিন্ন প্রকার সরঞ্জাম/উপকরণ/তৈজসপত্র ক্রয়, বিদ্যমান সরঞ্জামাদি মেরামত, যন্ত্রপাতি ক্রয়, ব্যবসায়িক স্থান/স্থাপনা ক্রয়, মেরামত, পরিবর্ধন ও চলতি মূলধনী সহায়তা।
বৈশিষ্ট্য:
- একটি ক্যাটারিং সার্ভিস ভিত্তিক Term Loan, Cash Credit ঋণ সুবিধা।
- ঋণ সুবিধার সীমা ১০ হাজার থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত।
- সুদের হার বার্ষিক ০৯.০০% (ব্যাংকের বিবেচনায় সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে।
- ঋণ পরিশোধের সময়কাল Term Loan এর ক্ষেত্রে সর্বোচ্চ ৩ বৎসর ও Cash Credit এর ক্ষেত্রে ১ বৎসর (নবায়নযোগ্য) ।
প্রয়োজনীয় কাগজপত্র:
- দরখাস্ত।
- জাতীয় পরিচয়পত্র।
- বৈধ ট্রেড লাইসেন্স এবং উদ্যোক্তার অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র।
- ব্যবসায়িক পরিকল্পনার সাথে বিনিয়োগ অভিক্ষেপ (প্রজেকশন) প্রতিবেদন।
ঋণ গ্রহনে গ্রাহকের যোগ্যতা:
- যেকোন প্রাপ্তবয়স্ক বাংলাদেশী নাগরিক, যারা সরকারী/স্বনামধন্য প্রতিষ্ঠান হতে প্রদত্ত অথবা স্বীকৃত ডিগ্রী/ডিপ্লোমা/সনদপত্র কোর্স সপন্ন করেছেন; অথবা
- একই ধরনের কাজে অভিজ্ঞতার প্রামানিক নথি অথবা ব্যাংকের মতে যারা ইতিমধ্যে সংশ্লিষ্ট ব্যবসায় নিয়োজিত আছেন; অথবা
- যারা এইক্ষেত্রে দক্ষ ও টেকনিক্যালি যোগ্যতা সম্পন্ন ; যেমনঃ ক্যাটারিং, খাদ্য সরবরাহ, রেষ্টুরেন্ট ব্যবসা, ক্যাটারিং ইভেন্ট ম্যানেজমেন্ট ইত্যাদি।
জামানত:
- ঋণের অর্থ দিয়ে ক্রয়কৃত পণ্যের দায়বন্ধন/ বদ্ধকীকরন।
- Collateral security বাবদ নিবন্ধিত স্থাবর সম্পত্তির বদ্ধকীকরন অথবা গ্রহণযোগ্য তৃতীয়পক্ষের গ্যারান্টি।
- স্ত্রী, মাতাপিতা, উপার্জনক্ষম প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে, ভাইবোন ন্যূনতম দুইজনের পারসোনাল গ্যারান্টি।