প্রকাশিত অগাস্ট ০৬, ২০২৫
শতভাগ রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক লিঃ এর পরিচালনা পর্ষদের নতুন সদস্য হিসেবে সমাজসেবা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (গ্রেড-১) ড. আবু সালেহ মোস্তফা কামাল বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৫ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৬৮৫তম সভায় যোগদান করেন।
সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী পর্ষদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় অন্যান্যের মধ্যে ব্যাংকের পরিচালক শেখ ফরিদ, মোঃ মতিউর রহমান, এফসিএ, এফসিএমএ ও মোঃ আব্দুল আহাদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ কামরুজ্জামান খান, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবু মোঃ মোফাজ্জেল ও সুভাষ চন্দ্র দাস, মহাব্যবস্থাপক ও কোম্পানী সচিব মোঃ হাসান ইমাম উপস্থিত ছিলেন।
সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে ড. আবু সালেহ মোস্তফা কামাল-কে পরিচালক হিসেবে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদে ০৩ (তিন) বছর মেয়াদে নিয়োগ প্রদান করা হয়, যাতে বাংলাদেশ ব্যাংকও অনুমোদন প্রদান করে।